Wednesday, August 8, 2018

প্রশিক্ষণের উদ্যোগ আইরিনের-juwel-

প্রশিক্ষণের উদ্যোগ আইরিনের
তখন ২০০৫ সাল। লক্ষ্মীপুরের বাঞ্ছানগরের আইরিন সুলতানা এসএসসি পরীক্ষা শেষ করেছেন সবে। সামনে অখণ্ড অবসর। সময়টা কাজে লাগাতে স্থানীয় একটি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রে যাওয়া-আসা শুরু করেন। সেখানে গিয়ে দেখেন ছেলেদের জন্য হাতে-কলমে শেখার যথেষ্ট সুযোগ থাকলেও মেয়েদের জন্য নেই একেবারেই। তখন থেকেই মনে একটি স্বপ্ন পুষে রাখেন—একদিন নিজেই প্রতিষ্ঠা করবেন এমন একটি প্রতিষ্ঠান, যেখানে নারীরা পাবেন সর্বোচ্চ সুযোগ।

আইরিনের সেই স্বপ্ন বাস্তব রূপ পেল ৭ বছর পরে, ২০১২ সালে। নিজের নামে খোলেন কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র। তাঁর প্রতিষ্ঠানের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। ২০১৬ সালের অক্টোবরে ‘আইরিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট’ নামের এ প্রতিষ্ঠান অনুমোদন পায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের। আইরিন এখন নিজেই নারীদের হাতে-কলমে শেখান কম্পিউটার। আর এই উদ্যোগে তাঁর পাশে ছায়ার মতো আছেন স্বামী মোহাম্মদ মাহবুবুর রহমান।

শূন্য থেকে শুরুEprothomalo

২০০০ সালে বাবা আলী আকবরের মৃত্যুর পর খুব অর্থকষ্টের মধ্য দিয়ে যেতে হয় আইরিন ও তাঁর চার ভাইবোনকে। তাই অসচ্ছলতার মধ্যেও পড়ালেখা চালিয়ে যান। কখনো সেলাই, কখনো পোশাকে নকশা করা—চলতে থাকে

No comments:

Post a Comment